বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন ও সদস্যসচিব নিজাম উদ্দিনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সংগঠনটির মহানগর কমিটির মুখপাত্র থেকে বহিষ্কৃত ফাতেমা খানম লিজা।
আজ রোববার লিজার পক্ষে এ নোটিশ দেন আইনজীবী মোহাম্মদ মঞ্জুরুল হক।
নোটিশে উল্লেখ করা হয়েছে- ফাতেমা খানম লিজার বিরুদ্ধে মাদক সেবন ও অসামাজিক জীবনযাপনের যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তার কোনো প্রমাণাদি নেই। প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ চরিত্রহরণের সামিল। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আইনে তা অপরাধেরও সামিল। পাশাপাশি লিজাকে বহিষ্কারাদেশের বিষয়টি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা না করে গণমাধ্যমে প্রচার করাও আইনবিরোধী। লিজাকে বহিষ্কারের আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দর্শানোর নোটিশ না দিয়ে সংগঠনের আইন পরিপন্থিভাবে বহিষ্কারাদেশ করা হয়েছে, তাই নোটিশপ্রাপ্তির ৭ দিনের মধ্যে উক্ত বহিষ্কারাদেশ প্রত্যাহার পূর্বক সোশ্যাল মিডিয়াসহ যাবতীয় গণমাধ্যমে তা প্রত্যাহার আদেশ প্রচার করার পরামর্শ দেওয়া হয় নোটিশে। অন্যথায় নোটিশ গ্রহীতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন বলেও এতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত শনিবার মাদক সেবন, অনিয়ন্ত্রিত ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে বহিষ্কার করা হয়। মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন এবং সদস্যসচিব নিজাম উদ্দিন সাক্ষরিত আদেশে তাকে এই অব্যাহতি দেওয়া হয়। এরপরই এটিকে অযৌক্তিক দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়ে আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দেন লিজা।