১৯শে জুন, ২০২৫

তীব্র নিন্দা ও প্রতিবাদ

শেয়ার করুন

গত ৬ মে দৈনিক দেশ বর্তমান এর শেষের পৃষ্ঠায় ‘প্রতারক থেকে সাবধান’ শিরোনামে আমার ছবি এবং নাম ব্যবহার করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে আমি কখনও দৈনিক দেশ বর্তমান-এর সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। আমি বিনাঅনুমতিতে দৈনিক দেশ বর্তমান-এর পুরনো লোগো ব্যবহার করে ‘Special Correspondent’ এবং Print Media of the marketing Online E-paper’ পদবিতে ভিজিটিং কার্ড বানিয়ে প্রতারণার চেষ্টা করছি বলে বলে বলে উল্লেখ করা হয়েছে। বাস্তবে আমি অনুমতি নিয়েই ভিজিটিং কার্ড বানিয়েছিলাম।

আমাকে যখন নিয়োগ দেওয়া হয়েছিল তখন দৈনিক দেশ বর্তমানের প্রধান সম্পাদকের দায়িত্বে ছিলেন প্রখ্যাত সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী এবং ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন আহসান হাবিবুল আলম। সে সময় আমাকে উক্ত পদে নিয়োগ দেওয়া হয় এবং ভিজিটিং কার্ড ছাপানোর অনুমতি দেওয়া হয়। তখন দৈনিক দেশ বর্তমানের চট্টগ্রাম ব্যুরো অফিস ছিল কর্ণফুলী টাওয়ার, ৬৩ এসএস খালেদ রোড, আসকার দিঘী, চট্টগ্রাম। বর্তমানে দৈনিক দেশ বর্তমান পত্রিকার চট্টগ্রাম ব্যুরো অফিস ২ নং গেট এলাকার জিন্নুরাইন কমপ্লেক্সের চতুর্থ তলায়।

পরবর্তীতে মালিকপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় দৈনিক দেশ বর্তমানের প্রধান সম্পাদকসহ চট্টগ্রাম অফিসে কর্মরত সকল সাংবাদিক এবং কর্মকর্তা-কর্মচারীরা ইস্তফা দিলে আমিও ইস্তফা দেই। তখন থেকে উক্ত পদবি এবং ভিজিটিং কার্ড আমি ব্যবহার করি না।

সম্প্রতি চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা এলাকার পরিবহন খাতে একটি চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে তথ্যভিত্তিক ধারাবাহিক প্রতিবেদন করায় চক্রটি আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। তারা যেকোনোভাবে আমাকে থামানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে আমার পুরাতন ভিজিটিং কার্ডকে পুঁজি করে দৈনিক দেশ বর্তমান কর্তৃপক্ষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উক্ত চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকসেবীদের ভুল তথ্যের উপর ভিত্তি করে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ প্রশাসন এবং সচেতন নাগরিক সমাজের প্রতি।

নিবেদক

ইলিয়াছ ইমরুল
নির্বাহী সম্পাদক, চট্টগ্রাম সমাচার

শেয়ার করুন

আরও পড়ুন