১৯শে জুন, ২০২৫

আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার : আসিফ মাহমুদ

শেয়ার করুন

আওয়ামী লীগের পক্ষে ফেসবুক বা ইউটিউবে কথা বললেই গ্রেফতার করা হবে।

সোমবার (১২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে একটি পোস্টের মাধ্যমে এমন তথ্য দেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই! গোপন বৈঠক, উসকানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।’

শেয়ার করা ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে, ‘ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার।’

সেখানে আরও বলা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে বৈঠক, সমাবেশ বা মিছিল করলেও সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে।

এছাড়া, ফেসবুক বা ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কেউ মন্তব্য বা পোস্ট করলেও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ফটোকার্ডে উল্লেখ করা হয়। এমনকি, বিদেশ থেকে আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট বা মন্তব্য করলেও মামলা করার নির্দেশনার কথা জানানো হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন