কক্সবাজারে পুলিশের তাড়া খেকে পুকুরে ঝাপ দিয়েও শেষ রক্ষা হলো না সাবেক ইউপি সদস্যের আবু বক্কর সিদ্দিকের। পুকুর থেকে তুলে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
আবু বক্কর সিদ্দিক বাবুল কক্সবাজার সদরের খুরুশকুল ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় তেতৈয়া এলাকার মৃত আমির হামজার পুত্র।
আজ সোমবার (১২ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান জানিয়েছেন, ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বাবুল একটি নারী ও শিশু নির্যাতন মামলার গ্রেফতারি পরোয়াভুক্ত পলাতক আসামি ছিলেন।
তিনি এলাকায় অবস্থান করার খবর পেয়ে সদর মডেল একদল পুলিশ তাকে গ্রেফতারের অভিযানে যায়। অভিযানে পুলিশের সামনে পড়ে গেলে তেতৈয়া এলাকায় অবস্থিত একটি বড় পুকুরে ঝাপ দেন আবু বক্কর সিদ্দিক বাবুল। পরে পুকুরের অপর প্রান্ত উঠে যাওয়ার সময় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশের দল।