কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে গুলি করে বাংলাদেশি তিন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
আজ সোমবার (১২ মে) দুপুরে লেদা সীমান্ত সংলগ্ন নাফ নদী থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তাদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল হুদা।

পূর্ব লেদার লামারপাড়ার জেলে মহিউদ্দিন বলেন, নৌকায় বাংলাদেশি তিন জেলে নাফ নদে মাছ শিকার করছিল। দুপুরে হঠাৎ মিয়ানমার থেকে এসে আরাকান আর্মি গুলি চালায়। পরে ধাওয়া দিয়ে জেলেদের ধরে নৌকাসহ নিয়ে যায় তারা। এ সময় আশপাশে থাকা জেলেরা পালিয়ে আসেন।
জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। আমরা খোঁজখবর নিচ্ছি।