চট্টগ্রামের সীতাকুণ্ডের উপকূলে ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ ৪০ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে স্থানীয় জনতা।
আজ সোমবার (১২ মে) বেলা ১১টার সময় উপজেলার সন্দ্বীপ চ্যানেলের ভাটিয়ারী উপকূলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভাসানচর থেকে ৪টি বোটে করে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে ভাটিয়ারী এলাকা অতিক্রম করছিল তারা। এ সময় একটি বোট ভাটিয়ারী উপকূল এলাকায় এসে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে রোহিঙ্গারা সকলেই ভাটিয়ারী উপকূলে উঠে পড়ে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে বোট ও রোহিঙ্গাদের আটক করে। পরে তারা সীতাকুণ্ড থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, আমি ঘটনাস্থলে আছি। আসলেই বিস্তারিত জানাতে পারবো।