সকালে নিজের সবজি ক্ষেতে কাজ করছিলেন কৃষক মোহাম্মদ ফিরোজ আহমদ (৩৮)। হঠাৎ বজ্রপাত শুরু হলে সবজি ক্ষেতেই ঢলে পড়েন তিনি। পরে আশপাশে থাকা কৃষকরা উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে ততক্ষণে নানা ফেরার দেশে চলে যান।
ঘটনাটি আজ সোমবার (১২ মে) সকাল ৯টার দিকে বাঁশখালী উপজেলার পূর্ব শীলকূপ এলাকায় ঘটে।
নিহত ফিরোজ ওই এলাকার ইসমাইল সিকদার পাড়া বকসু বাপের বাড়ির মৃত মোহাম্মদ এয়াকুবের ছেলে।

জানা যায়, সকাল ৯ টার দিকে নিজেদের কাঁকরোল ক্ষেতে কাজ করছিলেন ফিরোজ। এর এক পর্যায়ে হঠাৎ বজ্রপাত শুরু হলে তিনি ক্ষেতের মধ্যেই ঢলে পড়েন। এ সময় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় আশপাশে থাকা অন্য কৃষকরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী জানান, বজ্রপাতে ওই কৃষকের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, বজ্রপাত দেখে ভয়ে মারা যান তিনি। বিষয়টি থানায় জানানোর পর পারিবারিক কবরস্থানে ফিরোজকে দাফনের প্রস্তুতি চলছে।