বিভিন্ন মামলার ৩২ আসামিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানা পুলিশ।
গত ২৪ ঘণ্টায় চালানো এই অভিযানে তাদেরকে থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, এদের মধ্যে ২৫ জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলার আসামি। এছাড়া জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন, ডাকাতির প্রস্তুতি মামলা, ইয়াবা সংশ্লিষ্ট মামলা এবং সিএমপি অধ্যাদেশ ৮৮ ধারায় দুজন করে মোট সাতজনকে গ্রেফতার করা হয়।

আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে চান্দগাঁও থানা পুলিশ।