১৯শে জুন, ২০২৫

বুধবার কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর, প্রধান উপদেষ্টার নাম থাকছে না ফলকে

শেয়ার করুন

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে যাচ্ছে আগামী বুধবার (১৬ মে)। এদিন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। তবে ফলকে নাম দিতে চাচ্ছেন না প্রধান উপদেষ্টা।

জানা গেছে, প্রধান উপদেষ্টার ইচ্ছাতেই ভিত্তিপ্রস্তর স্থাপনকারীর নাম না দিয়েই ফলক তৈরি করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টার ব্যস্ত সূচির কারণে চট্টগ্রাম সার্কিট হাউসে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীন গণমাধ্যমকে জানিয়েছেন, কর্ণফুলী নদীর ওপর বহুল আকাঙ্ক্ষিত রেল ও সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে ১৪ মে। পূর্বের ন্যায় এবারো ফলকে কারো নাম না লিখতে নির্দেশনা পেয়েছি আমরা। এটা দেশের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটি নজিরবিহীন ও প্রশংসনীয় ঘটনা। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা মতো আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ১৪ মে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস প্রথমবারের মতো চট্টগ্রাম ভ্রমণ করবেন। মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফর উপলক্ষে কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেল ও সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ওই দিন বেলা ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সেতুটির ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে

শেয়ার করুন

আরও পড়ুন