শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ হাজার দিরহাম, ১০টি মোবাইল ফোন ও ২ কার্টন সুতার বান্ডিলসহ মো. সাঈম নওয়াজ নামের এক যাত্রীকে আটক করেছে। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তিনি বিকেল সাড়ে তিনটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই গমনেচ্ছু ছিলেন।
রোববার (১১ মে) বেলা ২টা ৫০ মিনিটে বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ বেবিচক সদরদপ্তরের গোপন সংবাদের ভিত্তিতে টার্মিনাল ভবনের আন্তর্জাতিক বর্হিগমন ৭ নম্বর গেইটে তাকে তল্লাশি করে।
এ সময় তিনি ৩০ হাজার ইউএই দিরহাম (প্রতি দিরহাম ৩৩ টাকা দরে ৯ লাখ ৯০ হাজার টাকা যা ৮১৮২ মার্কিন ডলারের সমতুল্য), ১২ লাখ ৪০ হাজার টাকা দামের ১০টি মোবাইল ফোন (আইফোন ও স্যামসাং ব্র্যান্ডের) এবং ২ লাখ টাকার ২ কার্টন সূতা ব্যাগেজে লুকিয়ে রেখেছিলেন।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার করা বৈদেশিক মুদ্রা, মোবাইল ফোন ও সূতার কার্টন বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই যাত্রী একবারে সরকার নির্ধারিত পরিমাণ বৈদেশিক মুদ্রার (৭ হাজার ইউএস ডলারের সমতুল্য) বেশি পাচারের চেষ্টা করায় তার কাছে থাকা সব বৈদেশিক মুদ্রা ডিএমমূলে আটক করা হয়েছে।
বিমানবন্দর কাস্টমস কর্তৃক যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ে ফৌজদারি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি ফ্রিকোয়েন্টলি মধ্যপ্রাচ্যে যাতায়াত করে থাকেন।