২২শে এপ্রিল, ২০২৫

প্রধান উপদেষ্টা কোনো ডেটলাইন দেননি, আমরা একেবারেই সন্তুষ্ট নই : মির্জা ফখরুল

শেয়ার করুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নির্বাচন প্রসঙ্গে আলোচনা যা হয়েছে তাতে একেবারেই সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন কবে হচ্ছে তার কোনো ডেটলাইন দেয়নি জানিয়েছে যুমনায় বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস না পাওয়ায় আলোচনা সন্তোষজনক নয়।

আলোচনায় সন্তুষ্ট কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম বলেছেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে দেশের যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে।

তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপের কথা বলে আসছি। সেই বিষয়েই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি।

ফখরুল ইসলাম বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সংকট নিরসনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা সংস্কার প্রস্তাবে মতামত দিয়েছি। আগামী কয়েক দিনের মধ্যে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক রয়েছে, বলেন ফখরুল।

এর আগে দুপুর ১২টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদল যমুনায় পৌঁছায়।

প্রতিনিধিদলে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল আহসান মাহমুদ টুকু।

শেয়ার করুন

আরও পড়ুন