চট্টগ্রাম শহরের সিআরবি এলাকার গোয়ালপাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘর-আসবাবপত্র পুড়ে অন্তত ১৬ লাখ টাকা ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এ সময় এক এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র এবং বইখাতাও পুড়ে যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে এ আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত একজন অপারেটর জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং ৪৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।