হলিউড সিনেমাতে বলিউডের অভিনেতাদের কাস্টিং নতুন কিছু নয়। মূলত ইন্ডিয়ান মার্কেট বা সেখানকার দর্শকদের হলমুখী করতে হলিউডের এই কাস্টিং ফর্মুলা খুবই সাধারণ ব্যাপার। নিজেদের ইন্ড্রাস্ট্রীতে যত বড় তারকাই হোক না কেন, বিদেশি সেসকল বিগ বাজেট সিনেমাতে বলিউড অভিনেতাদের ভাগ্যে তুলনামূলক ছোট এবং পার্শ্বচরিত্র ছাড়া আর কিছুই জোটে না।
উদাহরণ হিসেবে বিগত কয়েক বছরের কয়েকটি বড় প্রোজেক্ট তুলে দেখা যাক- ২০২০ সালে ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘টেনেট’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন ডিম্পল কাপাডিয়া, ২০২১ সালে জ্যাক স্নাইডারের ‘আর্মি অব দ্য ডেড’ সিনেমায় ছিলেন হুমা কুরেশি, ২০২২ সালে রুশো ব্রাদার্সের ‘দ্য গ্রে ম্যান’ সিনেমায় ছিলেন ধানুশ, ২০২৩ সালে রিক রোমানের ‘কান্দাহার’ সিনেমায় ছিলেন আলী ফজল এবং টম হারপারের ‘হার্ট অব স্টোন’ সিনেমায় ছিলেন আলিয়া ভাট। ছোটপর্দায় গত বছরে ‘ডুন- প্রফেসি’ সিরিজে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তাবু, ‘দ্য পারফেক্ট কাপল’ সিরিজে ছিলেন ইশান খাত্তার এবং ‘ব্রিজার্টন’ সিরিজে ছিলেন বনিতা সান্ধু।
বলিউডের খুব কম অভিনেতাই নিজের প্রতিভা এবং অভিনয় দিয়ে হলিউডে বিশেষ খ্যাতি কুড়িয়েছেন। তন্মধ্যে ইরফান খান, অনিল কাপুর, প্রিয়াংকা চোপড়া এবং ঐশ্বরিয়া রায় বচ্চন উল্লেখযোগ্য। এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরেকটি নাম- রনদীপ হুডা; যাকে বলা হয়ে থাকে বলিউডের ক্রিশ্চিয়ান বেল। সিনেমার গল্প-কাহিনির প্রয়োজনে এবং চরিত্র অনুযায়ী শারীরিক ও মানসিক পরিবর্তনে এই অভিনেতা অসাধ্যকেও সাধন করতে পারেন। ওমাং কুমারের ‘সরবজিত’ সিনেমার জন্য ২৮ দিনে ১৮ কেজি ওজন কমিয়ে রীতিমতো কঙ্কালসার শরীর বানিয়েছিলেন রনদীপ। ইমতিয়াজ আলীর ‘হাইওয়ে’ সিনেমায় চরিত্রের গাম্ভীর্যতা ফুটিয়ে তুলতে শ্যুটিং চলাকালে টানা ২৫ দিন সহঅভিনেতা আলিয়া ভাটের সঙ্গে কোনো কথা বলেননি। ‘স্বতন্ত্র বীর সাভারকার’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন; চরিত্রের প্রয়োজনে অস্বাভাবিক ওজন কমিয়ে এতটাই হ্যাংলা-পাতলা হয়েছিলেন যে, শ্যুটিং সেটে অসুস্থ হয়ে পড়েছিলেন।

অত্যন্ত প্রতিভাবান এ অভিনেতা ইতোমধ্যে একটি হলিউড সিনেমায় অভিনয় করেছেন। বাংলাদেশ প্রেক্ষাপটে নির্মিত ২০২০ সালে নেটফ্লিক্সের অ্যাকশন ঘরানার ‘এক্সট্র্যাকশন’ সিনেমায় তার সহঅভিনেতা ছিলেন ক্রিস হেমসওর্থ, ডেভিড হার্বোর এবং পঙ্কজ ত্রিপাঠি। এর নির্মাতা স্যাম হারগ্রেভের পরবর্তী সিনেমা ‘ম্যাচবক্স’-এ রনদীপকে আবারও অভিনয় করতে দেখা যাবে। যার প্রধান চরিত্রে রয়েছে জন সিনা।