চট্টগ্রাম মহানগরীতে চলমান সহিংসতা, অস্থিতিশীলতা সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৯ জন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সিএমপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু হয়ে বুধবার (৯ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নগরীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। কর্ণফুলী, ইপিজেড, বন্দর, হালিশহর, চান্দগাঁও, সদরঘাট, বাকলিয়া, আকবরশাহ, ডবলমুরিং, চকবাজার, খুলশী, পাহাড়তলী ও বায়েজিদ থানা সহ অন্তত ১৩টি এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র সংগঠনের পদধারী ব্যক্তিরাও আছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় পূর্ববর্তী মামলা রয়েছে। এছাড়া, সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন সহিংস ঘটনা, বিশেষ করে ছাত্র-জনতার ওপর হামলা এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে তাদের জড়িত থাকার অভিযোগও রয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সহিংসতা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ধারাবাহিক অভিযান পরিচালনা করে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাস ও বিশৃঙ্খলা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসাথে, বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারেও অভিযান জোরদার করা হয়েছে।