২২শে এপ্রিল, ২০২৫

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া কোটি টাকার মালামাল উদ্ধার

শেয়ার করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া প্রায় এক কোটি টাকা মূল্যের মালামাল উদ্ধার করেছে নৌবাহিনী।

মঙ্গলবার (৮ এপ্রিল) মাতারবাড়ি রাজঘাট দক্ষিণ পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। নৌবাহিনী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নৌবাহিনী জানায়, অভিযানে একটি তালাবদ্ধ ঘর থেকে নির্মাণসামগ্রী, অ্যাঙ্গেল বার, বিমবার ও স্ক্র‍্যাপসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা মালামাল স্থানীয় পুলিশের উপস্থিতিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন