বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা ও নাশকতা মামলার দুই আসামি জাকির হোসেন (৩৯) এবং নুরুল আমিন প্রকাশ বাচা (৫৫) নামের দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৬টার দিকে চান্দগাঁওয়ের রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাকির হোসেন সন্দ্বীপ উপজেলার উরিরচর গ্রামের জসিম উদ্দিনের ছেলে, অন্যদিকে নুরুল আমিন প্রকাশ বাচা কর্ণফুলী থানার সাবন্দ পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও তানার ওসি আফতাব উদ্দিন বলেছেন, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ও হত্যা চেষ্টায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
‘প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে প্রেরণ করা হয়েছে’— বলেন তিনি।