২২শে এপ্রিল, ২০২৫

কর্ণফুলী নদীতে জেলের জালে আটকা পড়েছে বৃদ্ধার মরদেহ!

শেয়ার করুন

কর্ণফুলী নদীতে মাছ ধরার জন্য ফেলা জেলেদের জালে আটকা পড়েছে এক বৃদ্ধা নারীর মরদেহ।

ঘটনাটি আজ শনিবার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় কর্ণফুলী নদীতে ঘটে।

ওই নারীর নাম সামাপ্রু মারমা (৬৫)। তিনি বেতবুনিয়া উপজেলার ৯৬ নম্বর কলমপতি বড়পাড়া গ্রামের সুইচাবাই চৌধুরীর মেয়ে।

উদ্ধারকারীরা জানান, মরদেহটি উদ্ধার করে সিএনজি অটোরিকশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানায় অবহিত করা হলে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়। মরদেহের সাথে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।

কলমপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতুশি মারমা জানান, তার শাশুড়ির মানসিক সমস্যা রয়েছে। ভোরে তিনি কাউকে কিছু না বলে ঘর থেকে বের হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

রাঙ্গুনিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন