২২শে এপ্রিল, ২০২৫

এর আগেও সাজ্জাদ গ্রুপের লোক ওর পায়ে গুলি করছে : নিহত যুবক মানিকের স্ত্রী

শেয়ার করুন

অবৈধ বালুর মহালকে কেন্দ্র করে আধিপত্যের দ্বন্দ্বে চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় বিপক্ষ গ্রুপের গুলিবর্ষণের গুলিবিদ্ধ হয়েছেন শিবির ক্যাডার সারোয়ার হোসেন বাবলা গ্রুপের চারজন। এদের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এর মধ্যে মানিক একজন। তিনি সেই প্রাইভেটকারের চালক এবং শিবির ক্যাডার সারোয়ার বাবলার অনুসারী।

শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরের নবাব সিরাজউদ্দৌল্লা সড়কের চন্দনপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

আজ রোববার সকালে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা হয় মানিকের মা, স্ত্রী এবং বোনের সঙ্গে।

এ সময় স্ত্রী বলেন, এর আগেও একবার মানিকের পায়ে গুলি লেগেছিল। তখনও সারোয়ার হোসেন বাবলাকে হত্যা করতে এসেছিল শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের লোকজন। সারোয়ারকে গুলি করতে গিয়ে আমার স্বামীর পায়ে গুলি লাগে। সারোয়ার পালিয়ে যায়।

তিনি আরো বলেন, এবারও সারোয়ারকে হত্যা করতে এসেছিল তারা। আমার স্বামীকে গুলি করল। সারোয়ার পালিয়ে গেছে।

শেয়ার করুন

আরও পড়ুন