নতুন ব্রিজ এলাকায় অবৈধ বালুর মহালকে কেন্দ্র করে আধিপত্যের দ্বন্দ্বে চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় বিপক্ষ গ্রুপের গুলিবর্ষণের গুলিবিদ্ধ হয়েছেন শিবির ক্যাডার সারোয়ার হোসেন বাবলা গ্রুপের চারজন।
এদের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। তবে, সরোয়ার হোসেন বাবলা এবং ইমন নামের আরেকজন পালিয়ে গেছে। তাদের খোঁজ এখনো পাওয়া যায়নি।
এদিকে, এ ঘটনাকে দুই সন্ত্রাসী গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে বলে জানিয়েছে র্যাব।

র্যাব-৭ এর কমান্ডার জানিয়েছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এটা আমাদের সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত কোনো ঘটনা না।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আরো দুইজন আহত। তাদের সাথে কথা বলার পর জানতে পারব মূল বিষয়টি কি ছিল।
এ সময় র্যাব কঠোর অবস্থানে আছেন জানিয়ে তিনি বলেন, ধীরে ধীরে আমাদের কঠোরতা আরো বৃদ্ধি করব। আমরা আশা করব, এ ধরনের সন্ত্রাসী সংগঠন যারা তৈরি করে এবং অস্ত্রের ব্যবহার করে তারা এ রাস্তা থেকে সরে আসবে।