২৫শে এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে জাতীয় নাগরিক কমিটির পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২ সমন্বয়ক

শেয়ার করুন

চট্টগ্রাম শহরের এপিজেড এলাকায় প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং পরে জাতীয় নাগরিক কমিটির সদস্য পরিচয় দিয়ে ব্যাপক চাঁদাবাজির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে নগরীর ইপিজেড থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার দুজন হলেন- আবদুল কাদের ইমন (২৬) ও আসাদুজ্জামান রাফি (২৭)। তারা দুজনই জাতীয় নাগরিক কমিটি, ইপিজেড থানা কমিটির সদস্য।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আখতারুজ্জামান জানান, জাতীয় নাগরিক কমিটির সদস্য পরিচয়ে কয়েকজন ইপিজেড এলাকার হকারদের কাছ থেকে চাঁদা দাবি করতে যান। পরে স্থানীয় হকাররা মিলে ইমন ও রাফি নামে দুজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

তিনি আরো জানান, গ্রেফতার দুজন জাতীয় নাগরিক কমিটির ইপিজেড থানা কমিটির সদস্য বলে আমাদের জানিয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

আরও পড়ুন