চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে তলিয়ে যায় মোহাম্মদ সাকিল (১৩) নামে এক কিশোর।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদীতে মোহাম্মদ সাকিল (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে।
আজ বুধবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে রাঙ্গুনিয়ার শিলক ডংখাল স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় কিশোরটির মরদেহ পাওয়া যায়।

এর আগে সোমবার (১৭ মার্চ) বেলা ১২টার দিকে এক বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় মোহাম্মদ সাকিল। পরে ফায়ার বিগ্রেডের ডুবুরি দল তল্লাশি চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মোহাম্মদ সাকিল উপজেলার পূর্ব কোদালা মোহাম্মদপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং রাইখালী সুলতানিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহেদুর রহমান জানান, আগ্রাবাদ থেকে ডুবুরি এনে প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। ভাটার সময় সে ডুবেছিল, তখন নদীতেও প্রচুর স্রোত ছিল। আজ বুধবার সকালে নদীতে ভেসে উঠে কিশোরটির মরদেহ।