দলীয় সাংগঠনিক সিদ্ধান্ত সম্পর্কিত বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।
দলটির কেন্দ্রীয় কমিটি জানিয়েছেন, মুরাদের ফেসবুক স্ট্যাটাস নেতাকর্মীদের বিভ্রান্ত করছে।
শনিবার (১৫ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাঁকে তিন দিনের মধ্যে নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, দুদিন আগে মুরাদ ফেসবুক আইডিতে দলীয় সাংগঠনিক সিদ্ধান্ত সম্পর্কিত বিষয় সংশ্লিষ্ট একটি স্ট্যাটাসে দেন। যা দলীয় সিদ্ধান্ত সম্পর্কে নেতাকর্মীদের বিভ্রান্ত করার পাশাপাশি সাংগঠনিক নীতি ও আদর্শ পরিপন্থী কাজ।
এ জন্য কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চাওয়া হয়।