চট্টগ্রাম শহরের চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন ট্রাফিক পুলিশের সদস্য কালাচান।
গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার সময় চান্দগাঁও থানার মোহরা কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার সময় চান্দগাঁও থানার মোহরা কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সার্জেন্ট আসাদের নেতৃত্বে কয়েকজন ট্রাফিক পুলিশ অবৈধ গ্রাম সিএনজি ও ব্যাটারিচালিত রিকশা আটক করতে যান। এ সময় অবৈধ গ্রাম সিএনজি ও ব্যাটারিচালিত রিকশার চালকরা একজোট হয়ে প্রথমে আটকে বাধা এবং পরে ট্রাফিক পুলিশদের ওপর হামলা চালায়। এ খবর পেয়ে সকাল ১০টার দিকে ডিসি ট্রাফিক (উত্তর) জয়নাল আবেদীনের নির্দেশে সহকারি কমিশনার শরীফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এতে হামলাকারিরা পালিয়ে গেলেও ৩৭টি অবৈধ গ্রাম সিএনজি, ব্যাটারিচালিত রিকশা এবং বেশ কয়েকটি যানবাহন আটক করে নিয়ে যান। পরে অজ্ঞাত ৫০ হামলাকারির বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিসি ট্রাফিক উত্তরের সহকারি কমিশনার শরীফুল ইসলাম। তিনি বলেন, মোহরা চান্দগাঁও এলাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর সময় চালকরা পুরিশের ওপর হামলা করে। পরে এ খবর পেয়ে আমরা বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭টি অবৈধ গ্রাম সিএনজিসহ যানবাহন আটক করা হয়।
সকাল থেকে বিকেল পর্যন্ত কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালানোর ঘটনায় উত্তর চট্টগ্রামের বহু যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কারও ভোগান্তির কারণ হতে চাই না। যাতে কারও কষ্ট না হয় সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। মূলত, ট্রাফিক পুলিশের ওপর হামলার কারণে লম্বা সময় ধরে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সহকারি কমিশনারকে সহযোগিতা করেন টিআই প্রশাসন (উত্তর) কামরুল ইসলাম, মোহরার টিআই আবিদ রেজাসহ ট্রাফিক বিভাগের সার্জেন্ট, থানার এসআই, এএসআই, কনস্টেবলসহ ট্রাফিক সদস্যরা।