পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরাতে যখনই কাজ করছে বর্তমান সরকার ঠিক তখন বিদেশে বসে পুনর্গঠিত পুলিশকে অস্থির করার চেষ্টা করছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। এমন পরিস্থিতে বিদেশে বসে পুলিশ এবং বর্তমান সরকারের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিচ্ছেন তিনি। এমন অবস্থায় ইন্টারপােলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি।
এর মধ্যে আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে পরিপ্রেক্ষিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

এর আগে গেল ১৩ জানুয়ারি বেনজীর ও তার বড় মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত। তার আগে, ৮ জানুয়ারি বেনজীরের স্ত্রী জীশান মীর্জা ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছিলেন আদালত।
গত ১৫ ডিসেম্বর বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, বেনজীর ৯ কোটি ৪৪ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২ কোটি ৬২ লাখ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন।
তাঁর স্ত্রীর জীশান মীর্জা ৩১ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৬ কোটি ১ লাখ টাকার তথ্য গোপন করেছেন।
তাদের বড় মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর ৮ কোটি ৭৫ লাখ টাকার এবং মেজো মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীর ৫ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।