১২ই মার্চ, ২০২৫

চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীদের মানবন্ধনে গুলি চালাল ‘ছাত্রদল-শিবির’, আহত ২ শিক্ষক

শেয়ার করুন

চট্টগ্রামের হাটহাজারীর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে মানবন্ধনের আয়োজন করে শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় ছাত্রদল শিবিরের একটি দল মানবন্ধনে গুলি চালায়। এ ঘটনায় দুই শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির দাবি, এ হামলা চালিয়েছে ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসীরা।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বুড়িশ্চর ইউনয়নের নজুমিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে তারা মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধন করেন।

আহত দুই শিক্ষক হলেন– প্রভাষক আবু তাহের ও আব্দুর রহিম। তাদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদরাসার ছাত্র বাদশা মো. ইবনে আব্বাস জানান, গত বৃহস্পতিবার সকালে মাদ্রাসার অধ্যক্ষ এসএম ফরিদকে লাঞ্ছিত করে ছাত্রদল ও শিবির। এর প্রতিবাদে আজ মাদ্রাসার সাবেক-বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেন। সেখানে ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসী আবিদ ও তার সহযোগীরা এসে গুলি চালায়। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

মাদরাসা পরিচালনা কমিটির সদস্য শেখ ইউসুফ বলেন, ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শিক্ষার্থী ও এলাকাবাসীর শান্তিপূর্ণ মানববন্ধনে গুলি চালিয়েছে।

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন খান বলেন, মাদরাসার দুটি পক্ষের মধ্যে সমস্যা হয়েছে। অধ্যক্ষের পক্ষে এক গ্রুপ মানববন্ধন করলে অন্য পক্ষ বাধা দিয়েছে। এখন পর্যন্ত কেউ গুলির অভিযোগ করেননি।

শেয়ার করুন

আরও পড়ুন