যাত্রী ওঠানামার জন্য দাঁড়ালেই পুলিশ মামলা ঠুকে দিচ্ছে। নয়তো চাঁদা নিচ্ছে। এমন অভিযোগ করেন চট্টগ্রাম শহরের ম্যাক্সিমা চালকরা।
অন্যদিকে পুলিশ বলছে, এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। হয়রানিমূলক মামলা কিংবা চাঁদা আদায় করার কোনো সুযোগ নেই।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম শহরের কোতােয়ালী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ম্যাক্সিমা চালকরা। গাড়িগুলো নগরের কোতোয়ালি থেকে চকবাজার পর্যন্ত চলাচল করে।

ম্যাক্সিমা চালকরা বলেন, আমরা কোতোয়ালী থানা মোড় থেকে চকবাজার পর্যন্ত যাত্রী পরিবহন করি। যাত্রী ওঠানামার জন্য পথের বিভিন্ন জায়গায় দাঁড়াতে হয়। কোতোয়ালী মোড়ে দাঁড়ানোর জন্য নির্দিষ্ট জায়গা নেই। দাঁড়ালেই পাঁচ হাজার টাকার মামলা দিচ্ছে। অথচ সারা দিন গাড়ি চালিয়ে দুই হাজার টাকাও উঠছে না। সড়কে চলাচল করার জন্য ট্রাফিক পুলিশকে চাঁদা দিতে হচ্ছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মারিফুল করিম বলেন, এই মুহূর্তে পুলিশ হয়রানিমূলক মামলা করবে কিংবা চাঁদা দাবি করবে, এমন সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন তিনি।