১৯শে মার্চ, ২০২৫

সাতসকালে পৃথক ৪ আদালতে হাজিরা, নতুন ৫ মামলায় গ্রেফতার নদভী

শেয়ার করুন

সাতসকালে পৃথক চারটি আদালতে হাজিরা দিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নদভী। এ সময় কোতোয়ালী, পাঁচলাইশ, ডবলমুরিং ও চান্দগাঁও থানায় দায়ের করা ৫টি নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) নগরের চার থানার পাঁচ মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, নগরের ৪ থানার মোট ৫ মামলায় সাবেক সংসদ সদস্য নদভীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে, পুলিশ তাকে আদালতে হাজির করে এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এরপর তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্র জানিয়েছে, নদভীর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় দায়ের করা একটি মামলার শুনানি হয়েছে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে।

এছাড়া, প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মো. আবু বকর সিদ্দিকের আদালতে ডবলমুরিং থানার একটি, ৪র্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে চান্দগাঁও থানার দুটি এবং ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে কোতোয়ালী থানার একটি মামলার শুনানি হয়েছে।

এর আগে, ১১ জানুয়ারি সন্ধ্যায় নদভীকে ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়। পরদিন পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া থানার মোট পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

শেয়ার করুন

আরও পড়ুন