বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রামকে প্রতিনিধিত্বকারী দল চিটাগং কিংস এখন চট্টগ্রামে। আজ সন্ধ্যায় শহরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’তে ছিল দলটির ট্রফি উম্মোচন অনুষ্ঠান। টিম ম্যানেজমেন্টের আমন্ত্রণ অনুযায়ী সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে কর্মকরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। এ সময় হোটেল কর্তৃপক্ষের অশোভন আচরণে শিকার হয়েছেন গণমাধ্যমকর্মীরা। পরে গণমাধ্যমকর্মীরা তাৎক্ষণিক ট্রফি উম্মোচন অনুষ্ঠান বয়কট করে সেখান থেকে বের হয়ে যান।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার প্রায় ৪০ মিনিট পর অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন অনুষ্ঠানস্থলে পৌঁছে ঘটনা শুনে হোটেল কর্তৃপক্ষের ওপর ক্ষিপ্ত হন। গণমাধ্যমকর্মীদের ফোন করে অনুষ্ঠান কাভার করার অনুরোধ জানান তিনি।

রেডিসন হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চিটাগং কিংস দল হোটেল কর্তৃপক্ষর সঙ্গে আলোচনা না করেই অনুষ্ঠানের ভেন্যু ঠিক করে গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে এক পর্যায়ে সাংবাদিকদের কাছে ক্ষমা চান দুর্ব্যবহার করা ওই নিরাপত্তাকর্মী।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক বলেন, বেসরকারি টেলিভিশনের একজন ক্যামেরাপার্সন অনুষ্ঠান কাভারের জন্য ক্যামেরা সেটাপ রেডি করছিলেন। সেই সময় মফিজ নামে এক নিরাপত্তারক্ষী এসে তাকে ধাক্কা দেন এবং বেরিয়ে যাওয়ার জন্য বলেন। আগে থেকে হোটেল কর্তৃপক্ষকে নাকি বলা হয়নি সাংবাদিকদের কথা। টিম ম্যানেজমেন্ট এমন অবহেলা করলে হয়?
এ বিষয়ে রেডিসন হোটেলের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আমি জানতে পেরেছি সিকিউরিটি টিমের সাথে মিডিয়ার একটু কথা কাটাকাটি হয়েছে। আজ একটু কাজের প্রেশার ছিল। হয়তো একটু ভুল হয়ে গেছে।
সেখানে অনুষ্ঠানের বিষয়ে হোটেল কর্তৃপক্ষকে বলা হয়নি, এটা সঠিক কিনা জানতে চাইলে জনসংযোগ কর্মকর্তা রেডিসন ব্লু হোটেলের সিকিউরিটি হেডকে ফোন ধরিয়ে দেন। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য না করেই মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ প্রসঙ্গে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী গণামধ্যমকে বলেন, আপনারা যে সমস্যার কথা বলেছেন; এটা অবশ্যই আমি কর্তৃপক্ষকে জানাবো। আর বিদ্যমান নানা সমস্যা সমাধানে পরিকল্পনা অবশ্যই আছে। যা যা সমস্যা আছে সেগুলো সমাধান করে অবশ্যই আমরা এগিয়ে যাব।

এদিকে, চিটাগং কিংস দলের ম্যানেজমেন্টের এমন অব্যবস্থাপনার কারণে অশোভন আচরণ এবং দুর্ব্যবহারের শিকার হয়ায় ক্ষোভে ফুঁসছেন গণমাধ্যমকর্মীরা।