১০ই জুলাই, ২০২৫

চট্টগ্রামে পরিচয় জানতে চাওয়ায় ৫ পুলিশকে পিটিয়ে আহত, গ্রেফতার দুই সিএনজি যাত্রী

শেয়ার করুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মোহরা রাস্তার মাথা এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি এবং পরিচয় জানতে চাওয়ায় পুলিশকে পিটিয়ে গ্রেফতার হয়েছেন সেই দুই যাত্রী।

এ ঘটনায় চান্দগাঁও থানার এসআই মো. হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আবদুস সাত্তার, মো. আমিরুল ইসলাম ও ফরিদ শেখ আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরে চান্দগাঁও থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই হামলাকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন- বায়েজিদ কুঞ্জছায়া আবাসিক এলাকার মনছুর আহমেদ এর ছেলে মো. মোরশেদ (৩১) ও বোয়ালখালী জব্বার সওদাঘর বাড়ির শামসুল আলমের ছেলে মো. করিম (৩৮)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, কাপ্তাই রাস্তার মাথা এলাকার মোহরা পুলিশ বক্সের সামনের তল্লাশিচৌকিতে একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দেন। সিএনজিটি থামানোর পর সেখানে থাকা যাত্রীদের পরিচয় জানতে চান চান্দগাঁও থানার এএসআই অসিত নাথ ও তার দল। এসময় দুজন যাত্রী সিএনজি থেকে নেমে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের গালাগালি করতে থাকলে ঘটনাটি ভিডিও রেকর্ড করে রাখার চেষ্টা করে অন্য পুলিশ সদস্যরা। পরে ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা করে বসেন ওই দুই যুবক।

তিনি আরো বলেন, তাছাড়া পুলিশ সদস্যদের অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন তারা। এতে কর্তব্যরত ৫ পুলিশ সদস্য আহত হন।

পরে খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে দুজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও হামলা করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উত্তরের কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, আমরা পূর্ণ মনোবল নিয়ে আমাদের দায়িত্ব পালন করছি এবং করে যাবো।

শেয়ার করুন

আরও পড়ুন