১৪ই মার্চ, ২০২৫

নতুন মামলায় গ্রেফতার ফজলে করিম

শেয়ার করুন

চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার (শ্যেন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।

সোমবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান জানান, নগরের চান্দঁগাও থানার বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আরেকটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফজলে করিমকে আদালতে হাজির করা হয়।

আদালত শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। শুনানি শেষে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন

আরও পড়ুন