সনাতনীদের জনপ্রিয় সংগঠন ইসকনের সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম শহরের চেরাগী পাহাড় মোড়। প্রায় কয়েক হাজার সনাতনী চেরাগী পাহাড় এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নিয়েছেন। এতে স্লোগানে স্লোগানে কাঁপছে রাজপথ।
এ সময় ‘চিন্ময় প্রভুর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘তুমি কে আমি কে, সনাতনী সনাতনী’, ‘জেগেছে রে জেগেছে, সনাতনী জেগেছে’- এসব স্লোগান দিতে দেখা যায়।
আজ সোমবার সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয় এই বিক্ষোভ সমাবেশ। সময় যত গড়াচ্ছে তত ভিড় বাড়ছে।

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসে সাদা পোষাকে চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পরিচয়ে তুলে নেওয়া হয়।
চিন্ময় ব্রহ্মচারীকে হেফাজতে নেওয়ার কথা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ‘একটি অভিযোগের রিক্যুইজিশনের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। সে অনুযায়ী তাকে নির্ধারিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’
তাকে আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সাদা পোশোকে কিছু লোক সাদা একটি গাড়িতে তুলে নেয় বলে অভিযোগ করেন তাঁর ব্যক্তিগত সহকারী আদিত্য দাশ।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ব্যক্তিগত সহকারী আদিত্য দাশ বলেন, গাড়ি থেকে এয়ারপোর্টে নামার পর বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে কয়েকজন লোক এসে ডিবি পরিচয়ে ‘স্যারের সঙ্গে কথা আছে’ বলে একটি গাড়িতে তুলে নেয়। ঢাকা থেকে বিকেল ৫টা ৩৫ মিনিটে নভোএয়ারে চট্টগ্রাম ফেরার কথা ছিলো আমাদের।
এদিকে, দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদও।

সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিন্ময় কৃষ্ণ চন্দ্র দাসকে গ্রেপ্তারের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁরা অনতিবিলম্বে চিন্ময় ব্রহ্মচারীকে মুক্তি দেওয়ার দাবি জানান।
অন্যদিকে, চেরাগী পাহাড় মোড়ে সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।