১৪ই মার্চ, ২০২৫

উপদেষ্টা পদ থেকে সত্যিই কী অপসারণ করা হয়েছে ফারুকীকে?

ফেসবুক জুড়ে ‘আউট’ লেখা স্ট্যাটাসে ভরে গেছে

শেয়ার করুন

গত রোববার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নতুন করে শপথ নিয়েছন তিনজন। তাদের মধ্যে একজন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রাষ্ট্রপ্রতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু তাকে শপথবাক্য পাঠ করান। এরপর তাকে সংস্কৃত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

ফারুকীকে উপদেষ্টা পরিষদে আনার পরপরই দেশে বিদেশে সমালোচনার ঝড় উঠে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম থেকে শুরু করে আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াছ হোসেন এবং প্যারিসে বসবাসকারী বাংলাদেশ বিষয়ক আলোচিত রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য প্রশ্ন তুলেন।

তাদের দাবি, আমরা দেখছি ৩৬ জুলাই পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিপক্ষে গিয়ে ছাত্র-জনতাকে নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাসও দেননি। তিনি তার পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেখানে তার মতো করে তোষামদি করা দরকার সেখানে তা করেছে।

এদিকে, আজ বিকেলে হঠাৎ গুঞ্জন উঠেছে উপদেষ্টা পরিষদ থেকে মোস্তফা সরয়ার ফারুকীকে অপসারণ করা হয়েছে। ফেসবুক জুড়ে আউট লেখা স্ট্যাটাসে ভরে গেছে। আসলেই কী অপসারণ করা হয়েছে তাকে?

ফেসবুকে কেউ কেউ লিখেছেন, ‘সবচেয়ে কম সময়ের উপদেষ্টা ফারুকী’। আবার কেউ লিখেছেন, ‘আউট ফারুকী’। আবার কেউ কেউ ‘আউট’ লিখে প্রশ্নবোধক চিহ্ন জুড়ে দিয়েছেন।
যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুকীকে অপসারণের বিষয়টি ছড়িয়ে পড়লেও কেউ এর সত্যতা নিশ্চিত করতে পারেনি।

অন্যদিকে, ফারুকীর অপসারণ নিয়ে সবাই যখন সরব তখনই প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফেসবুকে ফারুকী এবং তৃষার সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, মোস্তফা সরয়ার ফারুকী এবং তাঁর বউ খ্যাতিমান অভিনেত্রী তৃষার সাথে। পুরষ্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা ফারুকী আমাদের নতুন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি তার কাজের ধরন এবং ভূমিকা নিয়ে আলোচনা করবেন, কীভাবে আমাদের শিল্প এবং সংস্কৃতিতে গতিশীলতা আনা যায়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এমন স্ট্যাটাসের পর একটা বিষয় স্পষ্ট, মোস্তফা সরয়ার ফারুকীকে উপদেষ্টা পদ থেকে অপসারণ করা হচ্ছে না বা অপসারণ করার কথা ভাবছে না অন্তর্বর্তীকালীন সরকার।

শেয়ার করুন

আরও পড়ুন