১৪ই মার্চ, ২০২৫

দুর্নীতির মামলায় ফেঁসে যাচ্ছেন টেকনাফের সাবেক এমপি বদি?

ফাইল ছবি

শেয়ার করুন

২০০৭ আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় ফেঁসে যাচ্ছেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। ব্যাংকে থাকা অবৈধভাবে অর্জিত অর্থের বিষয়ে আজ দুপুরে তার বিরুদ্ধে ইসলামী ব্যাংক টেকনাফ শাখার দুই কর্মকর্তা আবদুল নাছের এবং মিজানুর রহমান আদালতে সাক্ষ্য দিয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ কবির উদ্দিন প্রামাণিকের আদালতে দুজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দুপুরে সাক্ষ্য গ্রহণের আগে কড়া নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয় সাবেক সংসদ সদস্য বদিকে। এ সময় তাঁকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয়। আধা ঘণ্টা সাক্ষ্যগ্রহণ শেষে পুনরায় তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালত আগামী ৭ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ। তিনি বলেন, ব্যাংকে থাকা আবদুর রহমান বদির অবৈধভাবে অর্জিত টাকার বিষয়ে দুই ব্যাংক কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন।

শেয়ার করুন

আরও পড়ুন