মানসিক বিকারগ্রস্ত স্বামী প্রথমে জবাই করে স্ত্রীকে হত্যা করে। এরপর নিজের মায়ের গলায় ছুরি ধরে বসে ছিলেন তিনি! এভাবে তিন ঘণ্টা বসে থাকার পর পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, স্থানীয়রা চেষ্টা করে মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের চন্দনাইশের উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এমন নৃশংস ঘটনা ঘটিয়েছেন জমির উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তি। তিনি স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত। তবে হঠাৎ কী কারণে তার এমনকাণ্ড তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে তিনি কিছুটা মানসিক বিকারগ্রস্ত বলে শোনা যাচ্ছে।
জমির উদ্দিন চৌধুরী ওই এলাকার মৃত নাছির চৌধুরীর ছেলে। তিনি দুই সন্তানের জনক বলে জানা গেছে। রাত ৯টার দিকে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারণের চেষ্টায় আমরা একজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। বিস্তারিত পরে জানাবো।