২৩শে মার্চ, ২০২৫

নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘দানা’য় পরিণত, সমুদ্রবন্দরে দুই নম্বর সংকেত

ছবি: সংগৃহীত

শেয়ার করুন

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গতকাল মধ্যরাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এতে সাগর উত্তাল হওয়ায় সমুদ্রবন্দরে তোলা হয়েছে দুই নম্বর সংকেত। ঘূর্ণিঝড় হলে এর নাম হবে ‘দানা’।

বুধবার (২৩ অক্টোবর) বিশেষ বুলেটিনে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, ‘দুপুরের মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে উপকূল অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে। তবে এটি বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশে আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয় যেতে পারে।

শেয়ার করুন

আরও পড়ুন