১৯শে জুন, ২০২৫

ইক্যুইটি শপিং মলের ফুডকোর্টে খাবারের সঙ্গে রান্না হয় তেলাপোকাও!

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান । ছবি : সংগৃহীত

শেয়ার করুন

চট্টগ্রামের প্রবর্তক মোড়ের অভিজাত ইক্যুইটি শপিং মলের ফুডকোর্টে অন্যান্য খাবারের সঙ্গে রান্না হয় তেলাপোকা! শুধু তাই নয়, একই আলু বারবার ভেজে বিক্রি করা, কাচা মাংসের সঙ্গে পনির এবং মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিক্রি করে তারা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হাতেনাতে প্রমাণ পেয়েছেন কর্মকর্তারা। এসব অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড় এলাকার ইক্যুইটি শপিং মলের ফুডকোর্টগুলোতে অভিযান চালায় সংস্থাটি। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ।

অভিজাত শপিং মলের ফুডকোর্টের এমন ভয়ানক অবস্থা প্রসঙ্গে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন আমরা এখানে খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগের ভিত্তিতে এসেছিলাম। আর রান্না অবস্থায় আমরা খাবারে তেলাপোকাও পেয়েছি। এটা (তেলাপোকা) উড়ে এসে পড়েছে এরকম না, বরং এটা রান্না হয়ে গিয়েছিলো। আমরা অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়েছি।

তিনি আরও বলেন, আমরা এই শপিংমলের তিনটি ফুডকোর্টে অভিযান চালিয়ে দুটোর অবস্থা ভয়াবহ পেয়েছি। ওই দুটোতে খাবারের পাশাপাশি রান্নার খাবারের আশেপাশে তেলাপোকার বিচরণ করতে দেখা গেছে। এছাড়াও রান্না করা বাসি ভাত আমরা পেয়েছি। এটা তিন-চারদিন আগের হতে পারে। আরেকটি হচ্ছে ফ্রাইড পটেটো (ভাজা আলু)। রোগাক্রান্ত আলুও ভাজি করে খাওয়ানো হচ্ছে এসব রেস্টুরেন্টে। চিজটাও ওনারা অন্যান্য কাঁচা মাছ-মাংসের সাথে রেখেছে।

‘নানা অভিযোগ এবং অনিয়মের প্রেক্ষিতে আমরা দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার করে মোট ১ লাখ ২০ হাজার, আরেকটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পাউরুটি রাখায় ১০ হাজার, অপর প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে’ —যোগ করেন তিনি।

মহানগর নিউজ/এআই

শেয়ার করুন

আরও পড়ুন