১৯শে জুন, ২০২৫

খেলনার গাড়িতে প্রায় দেড় কেজি স্বর্ণ পাচার করছিল মহেশখালীর লুৎফর

ফাইল ছবি

শেয়ার করুন

২০১৮ সালের ১০ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের শারজাহ থেকে খেলনার গাড়ির ভেতরে কৌশলে এক কেজি ৪০৬ গ্রাম স্বর্ণ পাচার করার চেষ্টা করেছিল মহেশখালীর লুৎফর রহমান। পরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ধরা খান কাস্টমস কর্মকর্তাদের হাতে।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

মামলা নথি থেকে জানা যায়, শারজাহ থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০১৮ সালের ১০ ডিসেম্বর একটি ফ্ল্যাইটে আসেন কক্সবাজার মহেশখালীর লুৎফর রহমান। পরে তার কাছে থাকা খেলনা গাড়ির ভেতর থেকে ১ হাজার ৪০৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। ২৪ ক্যারেটের এই স্বর্ণের মুল্য ৬০ লাখ টাকা। এই ঘটনায় পতেঙ্গা থানায় কাস্টমস কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করে।

মহানগর দায়রা জজ আদালতের কর্মকর্তা দীপেন দাশগুপ্ত জানান, ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আসামি লুৎফুর রহমানকে ১০ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আসামি অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

শেয়ার করুন

আরও পড়ুন