বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় বিএনপির শোভাযাত্রা বৈরি আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে।
আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার সময় ওয়াসা মোড় জমিয়তুল ফালাহ মসজিদের সামনে থেকে অনুষ্ঠিত হবে।
শোভাযাত্রায় প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় শোভাযাত্রার সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম বলেন, বৈরি আবহাওয়ার কারণে কেন্দ্র ঘোষিত রোববারের চট্টগ্রাম বিভাগীয় বিএনপির শোভাযাত্রা স্থগিত করা হয়েছে।