১২ই ফেব্রুয়ারি, ২০২৫

শিক্ষার্থীদের মাঝে কেন এত জনপ্রিয়?

চবির নতুন উপাচার্য কে এই অধ্যাপক ইয়াহইয়া?

ফাইল ছবি

শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। তিনি চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক। ক্যাম্পাসে তিনি অত্যন্ত নীতিবান এবং শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে পরিচিত। এছাড়াও গণতন্ত্র ও নির্বাচন নিয়ে তাঁর বহু গবেষণা ও লেখালেখি রয়েছে।

অধ্যাপক ইয়াহইয়ার সংক্ষিপ্ত পরিচিতি :

অধ্যাপক ইয়াহইয়ার বাড়ি খুলনা জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ (অনার্স) এবং এমএ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে রাষ্ট্রবিজ্ঞানে দ্বিতীয় এমএ ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে অধ্যাপক আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং ১৯৮২ সাল থেকে এই বিভাগে অধ্যাপনা করছেন। তার গবেষণার মূল ক্ষেত্রসমূহের মধ্যে রয়েছে সমসাময়িক রাজনীতি, দুর্নীতি, ধর্ম, নির্বাচন এবং রাজনৈতিক সংস্কৃতি। তিনি দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা জার্নালে গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশ করেছেন। দুইবছর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন।

গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান :

অধ্যাপক ইয়াহইয়ার লেখালেখি মূলত গবেষণামূলক এবং তিনি রাজনীতি ও সমাজতত্ত্ব বিষয়ে বহু প্রবন্ধ ও গ্রন্থ প্রকাশ করেছেন। তার লেখা বই ‘ইলেকটোরাল করাপশন ইন বাংলাদেশ’ (২০০১), যা ইংল্যান্ডের অ্যাশগেট পাবলিশিং লিমিটেড থেকে প্রকাশিত, পশ্চিমা ও প্রাচ্যের প্রতিষ্ঠিত সমাজবিজ্ঞানীদের সমাদর পেয়েছে। এছাড়াও তার ‘রাজনৈতিক সংস্কৃতি ও সামাজিকীকরণ: প্রসঙ্গ বাংলাদেশ’ (১৯৯১), ‘নির্বাচন, দুর্নীতি ও রাজনীতি’ (২০০৩) এবং ‘চারদলীয় জোট সরকারের দেশ শাসন’ (২০০৩) বইগুলোও বহুল পঠিত হয়েছে। তার প্রবন্ধ ও গবেষণা অনেক আন্তর্জাতিক জার্নাল এবং সেমিনারে প্রকাশিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তার লেখা ‘দুর্নীতি রোধে সংবাদপত্রের ভূমিকা’ শীর্ষক রিসার্চ মনোগ্রাফ প্রকাশ করেছে।

ড. আখতার একাডেমিক কাজের পাশাপাশি সামাজিক ও গবেষণামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সদস্য এবং রিসার্চ সোসাইটি অব বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, তিনি ইয়ুথ ফোরাম ফর ডেমোক্রাসির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

শেয়ার করুন

আরও পড়ুন