৫ই ডিসেম্বর, ২০২৫

কাস্টমসের নিলামে বিলাসবহুল দুই গাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ফাইল ছবি

শেয়ার করুন

আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসের বড় আকারের নিলাম।

এবারের নিলামে তোলা হবে ১৬ কোটি টাকা দামের মার্সিডিজ বেঞ্জ থেকে শুরু করে কয়েক লাখ টাকা দামের মদও।

কাস্টম সূত্রে জানা গেছে, এবার নিলামে তোলা হবে AMG G63 মডেলের ১৬ কোটি ১০ লাখ ৮৯ হাজার ১৩৬ টাকা সংরক্ষিত মূল্যের ব্র্যান্ড নিউ মার্সিডিজ বেঞ্জ এবং ৫ কোটি ১৭ লাখ ৭০ হাজার ৩৪০ টাকা সংরক্ষিত মূল্যের ল্যান্ড ক্রুজার।

এছাড়া আরও থাকছে, নিটেড, ওভেন, নন ওভেন, পলিয়েস্টার, ডায়েড, কটন, রেয়ন, ডেনিম ফেব্রিকস, লেডিস সু সোল, সিরামিরাকের ফুলদানি, ক্র্যাফট কার্টন, পিভিসি শিট, পার্টস অব অ্যান্টি শপলিফটিং সিস্টেম, ডাইসোডিয়াম সালফেট, পুরোনো কম্বল, কাপড়, ইঞ্জিন অয়েল, টাইলস, সিকিউরিটি ট্যাগ ইত্যাদি।

এ নিলামে ৭২ লাখ ৪৭ হাজার ৮৭৬ টাকা সংরক্ষিত মূল্যের আনারস, আপেল, আম, পেয়ারার জুস, স্ট্রবেরি ড্রিংকস তোলা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন