১৪ই মার্চ, ২০২৫

চট্টগ্রামে ‘শহীদি মার্চ’-এ ছাত্র-জনতার ঢল, স্লোগানে স্লোগানে উত্তাল ষোলশহর

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

আজ ৫ সেপ্টেম্বর ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানের এক মাস। গত ৫ আগস্ট ‘স্বৈরাচারী’ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সামরিক বিমানযোগে ভারতে পালিয়ে যায়। এ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজ দেশব্যাপী পালিত হচ্ছে ‘শহীদি মার্চ’।

বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে শহীদি মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রামেও পালিত হয় এই কর্মসূচি। এদিন বিকেলে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদের নেতৃত্বে নগরীর ষোলশহর স্টেশনে এ কর্মসূচি পালন করে ছাত্র-জনতা।

বিকেল ৩টায় ষোলশহর স্টেশন চত্বর থেকে মিছিল নিয়ে বহদ্দারহাট এলাকা ঘুরে মুরাদপুরে এসে কর্মসূচিটি শেষ হয়। এ সময় কয়েক হাজার ছাত্র-জনতার স্লোগানে উত্তাল হয়ে উঠে মুরাদপুর ও ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকা।

শেয়ার করুন

আরও পড়ুন