আওয়ামী লীগপন্থী ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্র আন্দোলনের পক্ষে যেসব শিল্পীদের নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে ছিলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের নাম। অভিনেতা মিলন ভট্টাচার্য সাদিয়ার স্ট্যাটাসের স্ক্রিনশট গ্রুপটিতে দিয়েছেন। ফাঁস হওয়া চ্যাটে সাদিয়াকে ‘তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী’ হিসেবেও উল্লেখ করেন মিলন। এর পর থেকেই অনেকে অভিনেতার বিরুদ্ধে ক্ষোভ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।সর্বশেষ গতকাল রাতে
নিজের ব্যক্তিগত ফেসবুকে গ্রুপটির সদস্যদের নিয়ে একটি স্ট্যাটাস দিয়ে ক্ষোভ ঝেড়েছেন।
সাদিয়া আয়মান মিলন ভট্টাচার্যকে ম্যানশন করে লিখেছেন, “আপনাকে ধন্যবাদ দাদা, মানুষের মতো দেখতে, শিল্পী নামের শয়তান বেশধারীদের কাছে আমার মতো ‘এই সময়ের তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী’কে চিনিয়েছেন, যে ভুলকে ভুল বলতে জানে, সত্যকে সত্য বলতে জানে। গ্রুপের নাম দিয়েছেন ‘আলো আসবেই’ তা বেশ ভালো, তবে আপনারা জানেন আপনাদের নিজেদের জীবনে, মস্তিষ্কে সত্যিকারের আলোর যে ভীষণ প্রয়োজন?”
