১৪ই মার্চ, ২০২৫

‘ব্যাচেলর পয়েন্ট’ নেক্সট সিজন না আনলে শাহবাগে আন্দোলনের হুমকি

শেয়ার করুন

কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ না আনলে শাহবাগে আন্দোলনে নামার হুমকি দিয়েছে দর্শকরা। কেউ কেউ লিখেছেন, মুখে অনেকবার বলেছি, এবার সরাসরি আন্দোলনে নামবো।

নাহিদ রাজ নামে একজন লিখেছেন, পরিচালক অমি দ্রুত দর্শকের দাবি মেনে নিন। এটা ১ দফা, ১ দাবি। এই দাবি না মানলে আন্দোলনে নামবো। ফরহাদ লস্কর লিখেছেন, ব্যাচেলর পয়েন্ট নতুন সিজনের দাবিতে শাহবাগ থেকে মিছিল নিয়ে অমি ভাইয়ের বাসার দিকে যাবো।

দর্শকদের করা এমন অসংখ্য পোস্টে কাজল আরেফিন অমিকে ট্যাগ করতে দেখা গেছে। এরপর বৃহস্পতিবার দুপুরে নির্মাতা তার ফেসবুক আইডি ও পেইজে ‘হোয়াট নেক্সট’ লিখে একটি পোস্ট দিয়েছেন। পোস্টটিতে তিন ঘণ্টায় সাত হাজারের বেশি মন্তব্য চোখে পড়েছে। যেখানে ৯৫ শতাংশ দর্শক অমির কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ চাইছেন। বাকি ৫ শতাংশ মন্তব্যে দর্শকরা তাকে সিনেমা বানাতে উৎসাহিত করছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা অমি বলেন, ২০২২ সালে ডিসেম্বরে সিজন ৪-এর শেষ পর্ব প্রচার হয়। আজও দর্শক ‘ব্যাচেলর পয়েন্ট’র জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। মানুষের এই আগ্রহকে আমি সম্মান জানাই। তাদের প্রত্যাশা পূরণ করতে হলে আমার আরও সচেতন হয়ে স্টাডি করতে হবে। এ জন্য অনেক সময় লাগে। দর্শকরা আবেগ প্রবণ হয়ে আন্দোলন করতে চাইছে। আমি দর্শকদের বলতে চাই, আমাকে সময় দিন। পরিপূর্ণ জিনিস উপহার দিতে পারবো।

 

শেয়ার করুন

আরও পড়ুন