১৪ই মার্চ, ২০২৫

লাশবাহী অ্যাম্বুলেন্সকেও ছাড়ল না ডাকাত দল, নারীদের শ্লীলতাহানি

লাশবাহী অ্যাম্বুলেন্স এবং কয়েকজন ভুক্তভোগী

শেয়ার করুন

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক বৃদ্ধাকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা। পরিবারের বাকি সদস্যরা অ্যাম্বুলেন্সের পেছনে অন্য একটি মাইক্রোবাসে ফিরছিলেন। তখন দিবাগত রাত আড়াইটা। ফটিকছড়ির নারায়ণহাট ভাঙা ব্রিজ ও টেকের দোকান এলাকার মাঝামাঝি স্থানে এলে রাস্তা বন্ধ করে গাড়ি থামায় একদল ডাকাত।

পরে লাশের সাথে থাকা ৬-৭ জনের মোবাইল ফোন, নগদ ৫০ হাজার টাকা, মেয়েদের হাতের আংটি, গয়না, এবং ব্যাগ গুলো ছিনিয়ে নেয়। পরে গাড়ি ভাংচুর এবং গাড়িতে থাকা ব্যক্তিদের মারধর করেন। এতেই থেমে ছিল না ডাকাত দল। মহিলাদের গোপন জায়গায় হাত দিয়ে শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা নারায়ণহাট ইউনিয়নের ভাঙা ব্রিজ ও টেকের দোকান নামক এলাকার মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ডাকাতির ঘটনায় মামলা চলমান আছে। এখন পর্যন্ত আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি। বাকিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পরবর্তীতে আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন