১৪ই মার্চ, ২০২৫

তলিয়ে গেছে রেললাইন : সিলেট-চট্টগ্রামের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন

শেয়ার করুন

অতিবৃষ্টি এবং ভারতীয় উজানে ফেনী এবং সিলেটে রেল সেতু ও লাইন তলিয়ে গেছে। ফলে সারাদেশের সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ রয়েছে রেল চলাচলও।

জানা গেছে, হবিগঞ্জে রেল সেতু ডুবে যাওয়ার আশঙ্কা থাকায় সিলেট অঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণার পর পরই সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী ৬টি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বন্যায় ফেনীতে রেললাইন ও রেল সেতুর ওপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে। এসব কারণে চট্টগ্রামের সব ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেলওয়ে।
আরও জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে পাহাড় ধস হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রেল পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম বলেন, রেললাইনে পানি ওঠা ও পাহাড় ধসের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা এবং রেলের সম্পদ রক্ষায় ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে।
শায়েস্তাগঞ্জ জংশনে কর্মরত মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ বলেন, পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত সিলেট বিভাগের রেলপথে রেল যোগাযোগ বন্ধ থাকবে।

 

 

শেয়ার করুন

আরও পড়ুন