৫ই ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে ভুলে ব্যাগভর্তি টাকা ফেলে গেল যাত্রী, খুঁজে এনে দিল পুলিশ

ব্যাগভর্তি টাকা উদ্ধার করে মালিকের হাতে তুলে দিচ্ছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ

শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ভুলবশত ব্যাগভর্তি টাকা সিএনজি অটোরিকশায় ফেলে চলে যায় এক যাত্রী। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা উদ্ধার করেন এবং ওই যাত্রীকে হস্তান্তর করেন।

জানা গেছে, মো. জিয়াউল হক নামের ওই ব্যক্তি কর্মস্থল থেকে সিএনজি অটোরিকশাযোগে চন্দ্রনগর এলাকার বাসায় ফিরছিলেন। এ সময় ভুলবশত ব্যাগটি সিএনজিতে রেখে চলে যান। কিছুদূর যাওয়ার পর খেয়াল করেন ব্যাগটি গাড়িতে থেকে গেছে। কিন্তু, ততক্ষণে ওই সিএনজি অটোরিকশাটি সেখান থেকে চলে যায়। পরে তিনি বায়েজিদ বোস্তামী থানাকে বিষয়টি জানান।

বা‌য়ে‌জিদ বোস্তা‌মী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, টাকা ফেলে চলে যাওয়ার বিষয়টি আমাদের জানানো হলে আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্যাগভর্তি টাকাগুলো উদ্ধার করি। পরে এসব টাকা মালিকের কাছে হস্তান্তর করেছি।

আরও পড়ুন : এবার এনবিআর’র টার্গেটে এস আলম, পুরো পরিবারের ব্যাংক হিসাব তলব

শেয়ার করুন

আরও পড়ুন