১৪ই মার্চ, ২০২৫

অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন নতুন পাঁচ উপদেষ্টা, কাল শপথ

ফাইল ছবি

শেয়ার করুন

অন্তর্বর্তীকালীন সরকারে নতুন করে যুক্ত হচ্ছেন আরও পাঁচ উপদেষ্টা। আগামীকাল শুক্রবার বিকেল ৪টার সময় গণভবনে সেই পাঁচ উপদেষ্টা শপথ গ্রহণ করবেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে। যদিও এখন পর্যন্ত তাঁদের নাম জানা যায়নি।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা যায়, শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন।

এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি।

শেয়ার করুন

আরও পড়ুন