১৪ই মার্চ, ২০২৫

স্লোগানে স্লোগানে উত্তাল চট্টগ্রাম, কী বার্তা দিল সনাতনীরা?

সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শেয়ার করুন

দুপুরের পর থেকেই চট্টগ্রামের উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম থেকে আসতে শুরু করল হিন্দু সম্প্রদায়ের লোকজন। কানায় কানায় পূর্ণ হলো পুরো চেরাগী পাহাড় এলাকা। বিকেল ৫টা নাগাদ সেটি চেরাগী পাহাড় ছাড়িয়ে তা আন্দরকিল্লা-জামালখান প্রেস ক্লাব চত্ত্বর-ডিসি হিল পর্যন্ত এলাকাজুড়ে তিল ধারনের ঠাই নেই। কারও হাতে ব্যানার, কারও হাতে ফেস্টুন।

‘আমি হিন্দু, রাষ্ট্র আমারও’, ‘নিরাপত্তা চাই, দিতে হবে’- ফেস্টুন হাতে বিক্ষোভ সমাবেশে বাবার সাথে প্রতিবাদ জানাতে আসে রিমা সেন ও রুমি সেন। এরপর স্লোগানে স্লোগানে মুখোর হতে থাকে পুরো এলাকা।

আজ শনিবার (১০ আগস্ট) চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় এলাকায় সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন এবং বাড়িঘর ও মন্দিরে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে সনাতন ধর্মাবলম্বীরা।

sanatani-mahanagar-news-1.jpg

 

কালো পাতাকার পাশাপাশি ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসেন বিভিন্ন সংগঠন ও হিন্দু সম্প্রদায়ের লোকজন। এ সমাবেশ থেকে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ না হলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন হিন্দু সম্প্রদায়ের নেতারা।

বিক্ষোভ সমাবেশ থেকে, ‘তুমি কে আমি কে, সনাতনী সনাতনী’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘আমার মাটি আমার মা বাংরাদেশ ছাড়ব না’, ‘ আমার বাড়িতে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার দেশ সবার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সনাতনীদের লড়াই থামবে না থামবে না, ‘আর নয় প্রতিবাদ এবার নেব প্রতিশোধ’- এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

সমাবেশ থেকে সনাতনী সংগঠনের নেতারা চারটি দাবি জানান। দাবিগুলো হলো- সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সবধরনের হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে এবং সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর চট্টগ্রামসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, উপাসনালয়, ঘরবাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠানে হামলার অভিযোগ ওঠে।

আরও পড়ুন : কিছু লোকের ইন্ধনে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে : ড. ইউনূস

মহানগর নিউজ/এআই

শেয়ার করুন

আরও পড়ুন