মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববারের মধ্যে হামাসকে শান্তি প্রস্তাব মানতে আল্টিমেটাম দিলেন। না মানলে গাজায় ভয়াবহ অভিযান শুরু হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন—রোববারের মধ্যে শান্তি প্রস্তাব মেনে নিতে ব্যর্থ হলে হামাসের ওপর ভয়াবহ সামরিক অভিযান চালানো হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্রাম্প তাঁর ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য হামাসকে আগামী ৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এ সময়সীমার মধ্যে সাড়া না পেলে “নরক নেমে আসবে” বলে হুঁশিয়ারি দেন তিনি।

ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে লিখেছেন, “এটি হামাসের শেষ সুযোগ। চুক্তি না হলে এমন হামলা হবে, যা পৃথিবী আগে কখনো দেখেনি। একভাবে না হলে অন্যভাবে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে।”
তিনি আরও দাবি করেন, হামাসের সদস্যরা ইতোমধ্যেই গাজা উপত্যকায় সামরিকভাবে ফাঁদে পড়েছে এবং তাঁদের পরিণতি নির্ভর করছে শুধু তাঁর ‘যাও’ নির্দেশের ওপর।
ট্রাম্প গাজার সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেন, “আমরা জানি হামাস কারা এবং কোথায়। তাদের খুঁজে বের করে হত্যা করা হবে। তাই আমি নিরীহ ফিলিস্তিনিদের অনুরোধ করছি—দ্রুত গাজার নিরাপদ অঞ্চলে চলে যান। যাঁরা সাহায্যের অপেক্ষায় আছেন, তাঁদের যত্ন নেওয়া হবে।”







