৫ই ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে দুই দুর্ধর্ষ চোর গ্রেফতার

শেয়ার করুন

চট্টগ্রাম শহরের চান্দগাঁওয়ে বিশেষ অভিযানে চুরি মামলার দুই দুর্ধর্ষ চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৯ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটের দিকে থানার সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—জিহাদ (২২) এবং শহিদুল ইসলাম ফরিদ (৩০)।

এদের মধ্যে জিহাদ ভোলার লালমোহন উপজেলার কালিপিত্তি ভোলায়দের বাড়ির মো. ইউনুফের ছেলে, বর্তমানে নগরের বাদশা চেয়ারম্যান ঘাটার আবুলের কলোনির বাসিন্দা। অন্যদিকে শহিদুল ইসলাম ফরিদ চন্দনাইশ উপজেলার পশ্চিম কেচুয়া সেলিম মেম্বারের বাড়ির আবুল কালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন।

তিনি জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিল। দুজনের বিরুদ্ধে ৪৬১/৩৮০ ধারার পেনাল কোড অনুযায়ী থানায় চুরির অভিযোগ (মামলা নং -৪) রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

আরও পড়ুন